• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসিনা-মোদি যখন লন্ডনে, আ.লীগ নেতারা থাকবেন দিল্লিতে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০১৮, ০১:৩৯ পিএম
হাসিনা-মোদি যখন লন্ডনে, আ.লীগ নেতারা থাকবেন দিল্লিতে

ফাইল ছবি

ঢাকা: আট দিনের সরকারি সফরে দেশের বাইরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সূচি অনুযায়ী তিনি মঙ্গলবার (১৭ এপ্রিল) থেকে চোগাম (কমনওয়েলথ হেড অব গভর্নমেন্ট মিটিং)-এ অংশগ্রহণের জন্য ৭ দিন লন্ডনে অবস্থান করবেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেখানে অবস্থান করবেন। এই সম্মেলনের এক ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রী একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঠিক সেই মুহূর্তে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সে দেশ সফরে যাবে। ২০ সদস্যের প্রতিনিধিদলটি ২২ এপ্রিল সকালে ঢাকা ছাড়বে। ২৩ এপ্রিল দুই দলের নেতাদের মধ্যে আলোচনা হবে। এরপর ২৪ এপ্রিল প্রতিনিধিদলটি ঢাকায় ফিরবে।

রোববার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির এক বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সফরের কথা জানান। ওবায়দুল কাদের জানান, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব তাদের এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে গত ১৭ মার্চ ভারতীয় জাতীয় কংগ্রেসের আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত সফর করে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে কংগ্রেসের অধিবেশনে অংশ নেয় তারা। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেও আওয়ামী লীগের একাধিক প্রতিনিধিদল ওই দেশ সফর করে।

গত বছর ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ার পরই বিজেপির পক্ষ থেকে সে দেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। নানা কারণে তা আর হয়ে ওঠেনি। সর্বশেষ ১২ মার্চ ২০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ওবায়দুল কাদেরের সফরসূচি ঠিক করা হয়েছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি। কিন্তু মোদির ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি বলে জানায় আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র।

দলের নীতিনির্ধারণী সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে সরকার ও দল-দুই দিক থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা আছে আওয়ামী লীগের। বিশেষ করে বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে দলটির।

দিল্লি সফরে যারা থাকছেন
এই দলে যারা থাকছেন তাদের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ ও মহিবুল হাসান চৌধুরী; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!