• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০১৬, ১২:০৭ পিএম
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশ অংশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, ভারতের ব্যবসায়ীরা আনুষ্ঠানিক পত্র মারফত বিধানসভা ভোটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। তাই আজ দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি করা হবে না। তবে সোমবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

এদিকে, নির্বাচন উপলক্ষে হিলিসহ পার্শ্ববর্তী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাশাপাশি অন্যান্য আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকার।

রোববার তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর,উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি জেলায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!