• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুভা উত্তা ভুয়ত্তা, ফিনিশ ভাষায় শুভ নববর্ষ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০১৬, ০৯:৪৮ এএম
হুভা উত্তা ভুয়ত্তা, ফিনিশ ভাষায় শুভ নববর্ষ

হেলসিংকি থেকে প্রতিনিধি

ফিনল্যান্ড: ঢাক-ঢোল, আতশবাজি আর হইহুল্লোড়ে একে-অপরকে ‘হুভা উত্তা ভুয়ত্তা’ (ফিনিশ ভাষায় শুভ নববর্ষ) সম্বোধন করে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাল ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা।
ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মুখরিত হয়ে ওঠে রাজধানী হেলসিংকি। নববর্ষ সার্বজনীন উৎসব। এ উৎসবে বাঙালি তার দীর্ঘকালের সংস্কৃতি তুলে ধরছে। আর এটাই বাঙালির স্বকীয়তা।

ডাউন টাউনের কাউপ্পাতরীর গোলচত্বরে প্রবাসীরা আতশবাজি করে হইচই উল্লাস করে স্বাগত জানাল নতুন বছরকে। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে আনন্দে ভাসল সবাই।
থার্টিফার্স্ট উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জমতে শুরু করে হেলসিংকির গোলচত্বরসহ বিভিন্ন এলাকা। নানা খাবারের আয়োজনে রেস্টুরেন্টগুলোও ছিল জমজমাট।

নববর্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফিনল্যান্ডের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে রাজধানী হেলসিংকিসহ ফিনল্যান্ডের বিভিন্ন শহরে আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। বর্ণিল সাজে সেজেছিল রাজধানীর অভিজাত হোটেল, পার্টি সেন্টার ও ক্লাবগুলো।

সোনালীনিউজ/সুজন

Wordbridge School
Link copied!