• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত : তারানা হালিম


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০১৬, ০১:৪৮ পিএম
১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত : তারানা হালিম

বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে প্রায় ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন কার্যক্রম নিয়ে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় রবিবার (৫ জুন) প্রতিমন্ত্রী এ তথ্য জানান। গত ৩১ মে দেশে সিম নিবন্ধন কার্যক্রম শেষ হয়।

তারানা হালিম বলেন, ‘৩১ মে পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১১ লাখ ২১ হাজার সিম নিবন্ধিত হয়েছে। এরপরও অপারেটরগুলো ৪ জুন পর্যন্ত বিনামূল্যে সিম নিবন্ধন কার্যক্রম চালায়। ১ থেকে ৪ জুন পর্যন্ত ৩৮ লাখ ৩৮ হাজার সিম নিবন্ধিত হয়। সে অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে মোট নিবন্ধিত সিম ১১ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার।’

এপ্রিল মাসের হিসাব অনুযায়ী, দেশে মোবাইল ফোনের গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ। সে অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করায় ১ কোটি ৬০ লাখ সিম বন্ধ হয়ে গেছে বলেও জানান তারানা হালিম।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!