• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে


সোনালীনিউজ ডেস্ক জানুয়ারি ৮, ২০১৬, ০৭:৩৬ পিএম
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

ঢাকা: যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। উরুগুয়ের কোলোনিয়াতে গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট তাবারে ভাসকেসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি এই ইচ্ছার কথা জানান।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। ওই এক বারই বিশ্বকাপ আয়োজন করা উরুগুয়ে এর পর ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জেতে।

দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এক বারই বিশ্বকাপ আয়োজন করে ১৯৭৮ সালে। এখন পর্যন্ত এক বারই যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে; ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায়।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!