• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২২ কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার ৬


বিশেষ প্রতিনিধি আগস্ট ১২, ২০১৭, ১০:৪৫ পিএম
২২ কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার ৬

ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুই কেজির বেশি কোকেন উদ্ধার করা হয়।

শনিবার(১২ আগস্ট) র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত শুক্রবার(১১ আগসট) খুলনা মহানগরের ময়লা পোতার মোড় থেকে মাদক বিক্রির সময়ে সোহেল রানাকে (৩৫) মাদক বিক্রির সময়ে ২৩০ গ্রাম কোকেনসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাকে আটক করলে কোকেন সরবরাহকারীদের সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। পরে কোকেন ব্যবসায়ী বিকাশ চন্দ্র বিশ্বাস (৩৫), এরশাদ হোসেন (৪৮), আরিফুর রহমান ওরফে ছগির (৬০), বিকাশ চন্দ্র মন্ডল (৫৫), ফজলুর রহমান ফকিরকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে বিকাশ চন্দ্রই সবাইকে নেতৃত্ব দেয় বলে জানিয়েছে তারা। তাদের কাছ থেকে ২ কেজি ২০ গ্রাম কোকেন উদ্ধার করে র‌্যাব। যার বাজার মূল্য অনুমানিক বাইশ কোটি পঁঞ্চাশ লক্ষ টাকা। 

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আতা

Wordbridge School
Link copied!