• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৬.৮ শতাংশ হবে জিডিপি প্রবৃদ্ধি


সোনালীনিউজ ডেস্ক এপ্রিল ৩০, ২০১৬, ০১:২৮ পিএম
৬.৮ শতাংশ হবে জিডিপি প্রবৃদ্ধি

চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।

বিশ্বব্যাংক থেকে বলা হয়, এ বছর রফতানি ছাড়া অন্য কোনো সূচক ভাল অবস্থানে নেই। এ কারণে বাংলাদেশ সরকারের নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। বছর শেষে এ প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৮ শতাংশ।

এর আগে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!