• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৯ম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল


স্পোর্টস ডেস্ক মে ২৬, ২০১৬, ০১:৩০ পিএম
৯ম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল

ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠানরত ৯ম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরির তৃতীয় রাউন্ডের খেলা শেষে তিন খেলায় ২ পয়েন্ট করে অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ।

দেড় পয়েন্ট করে লাভ করেছেন নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিটেড মাস্টার সোহেল চৌধুরী ও সাইফ পাওয়ারটেকের মোহাম্মদ সিরাজুল কবীর। এক পয়েন্ট করে আদায় করেছেন ফিদে মাস্টার ইউনুস হাসান, যোয়ার হক প্রধান, মোহাম্মদ হাসান ও কাউসার আলী ইতি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় নাসির ভারতের শুভ্রদীপ্ত দাসকে, ইতি নেপালের প্রধান মোহন সিংকে এবং ইউনুস রুবেলকে পরাজিত করেন। জিয়া ভারতের দেবর্ষী মূখার্জীর সাথে এবং আমিন ভারতের মৃণাল গুপ্তার সাথে ড্র করেন। এছাড়া সোহেল রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ইউলিবিন মিখাইলের কাছে ও সিরাজ ইন্দোনেশিয়ার হামদানি রুদিনের কাছে হেরে যান।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!