বাংলা একাডেমি ও সোরায়ার্দী উদ্দানে শুরু হয়েছে বই মেলা।শেষের দিকে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বাংলা,
তুমি আমাকে আরেকবার!
জন্ম নিতে দিবে - তোমার মাটিতে।
‘তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা...।’ ‘পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে...।’ কিংবা ‘কী সাপে কামড়াইলো আমারে/ ওরে ও সাপুড়িয়ারে/ আ...জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে...’।
এবারের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কামাল হোসেন টিপু রোমান্টিক উপন্যাস ‘এত কাছে তুমি তবু দূরে’।
প্রায় সাত বছর হতে চলল হুমায়ূন আহমেদ লোকান্তর হয়েছেন। কিন্তু তার পাঠকপ্রিয়তা এতটুকু কমেনি। কমেনি যে তা বোঝা যায় বইমেলায় হুমায়ূন আহমেদের বই বিক্রেতা প্রকাশনীগুলোর ভিড় দেখে।
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মানেই বইবসন্ত। তাই তো নতুন নতুন বইয়ের সোঁদাগন্ধে মৌ মৌ এখন বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান। মুগ্ধ বইপোকাদের দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের প্রথম পনের বছরের সংগ্রাম ও প্রচেষ্টার গল্প নিয়ে ফয়েজ রেজা লিখেছেন গবেষণামূলক গ্রন্থ- কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা। মুক্তধারা প্রকাশনি থেকে বইটি আসছে এবারের বই মেলায়।
অমর একুশে গ্রন্থ মেলা দেখতে দেখতে এবারের বইমেলার অর্ধেক দিন তো চলেই গেল। তবে এবার বইমেলা অন্যান্যবারের চেয়ে আরও আকর্ষনীয় ও বর্নাঢ্য হয়ে উঠেছে।
বাসন্তী রঙা শাড়ি আর পাঞ্জাবিতে পুরো বইমেলা চত্বর যেন ফাগুনের আঙিনা হয়ে উঠেছিল গতকাল।