• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘আঘাত থেকে পরিত্রাণ পেয়েছি বলতে পারব না&rsqu


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০১৬, ০১:৪২ পিএম
‘আঘাত থেকে পরিত্রাণ পেয়েছি বলতে পারব না&rsqu

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং খাতে বেসিক ও সোনালী ব্যাংক ঝামেলা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ব্যাংকিং খাতের আঘাত থেকে পুরোপুরিভাবে পরিত্রাণ পেয়েছি সেটাও বলতে পারব না। আজ বুধবার জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারি (ব্যাংকিং) খাত বেশ কিছু ঝামেলা সৃষ্টি করেছে। আমাদের দুটি ব্যাংক এ সমস্যা সৃষ্টি করেছে। সোনালী ব্যাংক, যেখানে বড় ধরনের ডাকাতি হয়েছে, জালিয়াতি হয়েছে। আর বেসিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট করার চেষ্টা করেছেন। এই দুটি আঘাত থেকে মুক্তি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয়। পুরোপুরিভাবে যে আমরা পরিত্রাণ পেয়েছি, সেটাও বলতে পারব না।

দেশের ব্যাংকিং খাত অনেক এগিয়ে গেলেও এখন পর্যন্ত ব্যাংকগুলো তাদের সেবা নিয়ে সব মানুষের কাছে পৌঁছাতে পারেনি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো ব্যাংকের সংখ্যা বেশি হলেও দেশের আর্থিক চাহিদার তুলনায় তা বেশি নয়।

মন্ত্রী বলেন, সরকারি বাণিজ্যিক ব্যাংকের অবস্থা ভলো নয়। তবে এর মধ্যেও জনতা ব্যাংক ভালো করছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!