• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আল্লাহর নামের কোনটির সঙ্গে সহিংসতার সম্পর্ক


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০১৬, ১১:০৪ এএম
‘আল্লাহর নামের কোনটির সঙ্গে সহিংসতার সম্পর্ক

সোনালীনিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে। এর মধ্যে কোনোটির সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই। গতকাল বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব সুফি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর এনডিটিভির।

পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, সীমান্তে সুফিবাদের চেতনা থাকলে, সন্ত্রাসবাদের হিংস্র শক্তি না থাকলে, এই অঞ্চল পৃথিবীর স্বর্গে পরিণত হতো। সুফি আমির খসরু এ কথাই বলে গেছেন।

মোদি বলেন, সন্ত্রাসবাদ আমাদের বিভক্ত ও ধ্বংস করছে।

চার দিনের এই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এখন সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এই সময়ে বিশ্বে সুফিবাদের দর্শনের প্রাসঙ্গিকতা রয়েছে।

মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হলো মানববাদের মূল্যবোধের সঙ্গে অমানবিক শক্তির লড়াই।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের প্রসার ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যা। গত বছর ৯০ টির বেশি দেশে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসবাদ জীবনযাত্রার ধরন বদলে দিচ্ছে বলেও উল্লেখ করেন মোদি।

সর্বভারতীয় উলামা ও মাসাইখ বোর্ড যা সুফি দরগাহ সর্বোচ্চ সংঘঠনের আয়োজিত চার দিনের এই ফোরামে ২০০ জনেরও বেশী আধ্যাত্মিক নেতা, আলেম ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেছেন।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!