• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘২০ দল থেকে ঐক্যজোটের বেরোনোয় আ.লীগ জড়িত নয়&


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৬, ০২:০৫ পিএম
‘২০ দল থেকে ঐক্যজোটের বেরোনোয় আ.লীগ জড়িত নয়&

সোনালীনিউজ ডেস্ক

২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোটের বেরিয়ে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ জড়িত নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়। 
আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপি মিথ্যাচার করছে। আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করে না। ২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোটের বেরিয়ে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের জড়িত নয়।’
তিনি বলেন, ‘মেজর হাফিজ দলের কাছে নিজের পজিশন ভালো করতে মিথ্যাচার করছেন। ২০০৭ সালে তিনি নিজেই বিএনপি ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কিন্তু মিথ্যাচার করে জাতিকে বোকা বানানো যাবে না। জাতি ইতিহাস জানে।’
২০ দল থেকে যেসব দল বেরিয়ে যাবে তাদের ১৪ দলীয় জোটে নেওয়া হবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রশ্নই আসে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তবে যদি কেউ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তখন তাদের দলে নেওয়ার বিষয়ে ভেবে দেখা যাবে।’
এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Wordbridge School
Link copied!