• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা তার সরকারের


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০১৬, ০৩:১৭ পিএম
‘উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা তার সরকারের

নিজস্ব প্রতিবেদক

নতুন নতুন রোগের চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের আরো গবেষণার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪৩ তম বার্ষিক সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তৃণমূলের মানুষদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া ছিল সরকারের নির্বাচনী অঙ্গীকার। আর এ লক্ষ্যের কথা মাথায় রেখেই দেশ ব্যাপী গড়ে তোলা হয়েছে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক। যেখানে বিনামূল্যে রোগীদের দেয়া হচ্ছে ৩০ প্রকারেরও বেশি ঔষধ। 

চক্ষু চিকিৎসকদের এই সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, দেশের সব জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনেরও পরিকল্পনা আছে সরকারের। আর চিকিৎসা শাস্ত্রে গবেষণা আরো বাড়াতে ঢাকার পর চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘মানুষের চিকিৎসা সেবা দেয়া আমাদের কর্তব্য, আমাদের সরকার তাই মনে করে। ইদানীং নতুন নতুন আরো রোগ দেখা দিচ্ছে। সেগুলোও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলোর চিকিৎসা কিভাবে মানুষকে দেয়া যায়, সে বিষয়ে আরো সচেতনতা দরকার। চিকিৎসা সেবা আরো উন্নত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিশ্চিত করা হচ্ছে পুষ্টি নিরাপত্তা। আর এ কারণে মানুষের গড় আয়ু বেড়েছে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য, দেশের মানুষ আরও উন্নতভাবে জীবন-যাপন করবে। কিন্তু সু-স্বাস্থ্যের অধিকারী না হলে একটা দেশকে উন্নত করা যায় না। শিক্ষা, স্বাস্থ্য এগুলো মৌলিক অধিকার-সেগুলো নিশ্চিত করা। ইতোমধ্যে আমরা যুগোপযোগী স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছি। যে স্বাস্থ্য নীতিমালার ভিত্তিতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’

সম্মেলনে চোখের চিকিৎসায় বিশেষ অবদান রাখায় দীন মোহাম্মদ নুরুল হককে দেয়া হয় ড. আলীম চৌধুরী স্বর্ণপদক।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!