• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সরকার লুটেরাদের স্বার্থ রক্ষা করছে’


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০১৬, ০৯:২৪ পিএম
‘সরকার লুটেরাদের স্বার্থ রক্ষা করছে’

সোনালীনিউজ ডেস্ক

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত হাজার কোটি টাকা জালিয়াতি হয়ে যাচ্ছে কিন্তু সরকারের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এত বড় হ্যাকিং কোনো সাধারণ ঘটনা নয়। সরকার লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। একের পর এক ব্যাংক জালিয়াতি হলেও এসবের কোনো তদন্ত হয়নি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন (আট কোটি ১০ লাখ) ডলার চুরির ঘটনার দায় স্বীকার করে অর্থমন্ত্রীকে পদত্যাগের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

গণজাগরণ মঞ্চের পক্ষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরিসহ সব ব্যাংক জালিয়াতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ইমরান বলেন, ‘লুটেরাদের এসব ঘটনায় মদদ দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যাঁরা দায়িত্বরত আছেন, তাঁদের বেশিরভাগই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!