• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

WE’র ঈদ আড্ডা


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০১৮, ১১:৩৯ এএম
WE’র ঈদ আড্ডা

ঢাকা: সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে ই-কমার্স। শিল্প, সাহিত্য, সংস্কৃতির মতো বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা ই-কমার্স ব্যবসায়ও এগিয়ে যাচ্ছে আমাদের নারীরা।

যদিও অনলাইন ব্যবসাটি এখনো আমাদের দেশের জনগণের কাছে একেবারেই নতুন, তার পরও অন্যান্য ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার মতো অনলাইন জগতে ব্যবসা করার ক্ষেত্রেও আমাদের দেশে পুরুষের চেয়ে নারীরা কোনোভাবেই এখন পিছিয়ে নেই।

বরং ধীরে ধীরে বাড়ছে অনলাইন ব্যবসায় নারীর অংশগ্রহণ। তবে অনলাইন বিজনেস মানে বিভিন্ন কাজের টেনশন। নিজের জন্যও একটু আনন্দের সময় বের করা কঠিন! কিন্তু মনেরও তো একটু রিফ্রেসমেন্ট দরকার হয়।

তাই সবার আনন্দ আরও একটু হলেও বাড়িয়ে দিতে সাথে মনের আনন্দে নিজেদের খুশির জন্য WE’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ আড্ডা।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ একটি হোটেলে WE’র সভাপতি নাসিমা আক্তার নিসার সভাপত্বিতে অনলাইন ই কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০জন নারী উদ্যোগক্তারা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য: WE অনলাইন নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করে থাকে। এছাড়াও অলাইন মাকেটিং নিয়ে বিভিন্ন ইভেন্ট ও মেলার মাধ্যমে নারীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!