• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অঘটনের জন্ম দিয়ে প্রথম রাউন্ডেই ভেনাসের বিদায়


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৫, ২০১৮, ০২:৩২ পিএম
অঘটনের জন্ম দিয়ে প্রথম রাউন্ডেই ভেনাসের বিদায়

ঢাকা: সেরানা উইলিয়ামস খেলছেন না সেটি আগেই জানা ছিল। তবে খেলছেন বড় বোন ভেনাস উইলিয়ামস। কিন্তু সোমবার (১৫ জানুয়ারি) নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরের প্রথম দিনেই মহা অঘটন ঘটল! বিশ্বের ৭৮ নম্বর বেলিন্ডা বেনচিচের কাছে হেরে বসলেন ভেনাস উইলিয়ামস।

গত বছর মেলবোর্ন পার্কে বোন সেরেনার কাছে ফাইনালে হেরে গিয়ে রানার্স আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভেনাসকে। এবার সেরেনার অনুপস্থিতিতে অনেকেই ভেবেছিলেন সার্কিটের অখ্যাত প্রতিদ্বন্দীদের শক্তপোক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন ভেনাস। কোথায় কী! সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকে রড লেভার এরিনায় অনায়াসেই হারিয়ে দিলেন বেনচিচ।

ম্যাচের স্কোরলাইন সুইস মেয়েটির পক্ষে ৬–৩,৭–৫। ভেনাসের সঙ্গে চারবারের সাক্ষাতে এই প্রথম জয় পেলেন বেনচিচ। গোটা ম্যাচে ৩২ টি উইনার শট মেরেছেন তিনি। দ্বিতীয় সেটে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিলেন ভেনাস। কিন্তু সফল হতে পারেননি।

ভেনাসের মতো কিংবদন্তির বিদায়ের দিনেই অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই ছিটকে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসের ভবিষ্যৎ তারকা হিসেবে চিহ্নিত স্লোয়েন স্টিফেন্স। মাত্র মাস চারেক আগে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতেছিলেন তিনি ইউ এস ওপেনের আসরে। সোমবারও অস্ট্রেলিয়ান ওপেনের ত্রয়োদশ বাছাই শুরুটা করেন জাঁকিয়েই।

চীনের ঝাং সুয়াইয়ের বিরুদ্ধে প্রথম সেটটি ৬–২ জিতেও নেন। দ্বিতীয় সেটের দশম গেমে ম্যাচ পয়েন্টের মুখে দাঁড়িয়েও তা খোয়ানোর পরই ম্যাচ থেকে হারিয়ে গেলেন স্টিফেন্স। টাইব্রেকারে সেই সেট জিতে নেওয়ার পর তৃতীয় তথা চূড়ান্ত সেটেও চীনা মেয়েটি মার্কিন তারকাকে দাঁড়াতেই দিলেন না। ম্যাচের ফল চলে গেছে ঝাংয়ের পক্ষে ২–৬, ৭–৬ (২), ৬–২।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!