• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘অচল’ রাজ্জাকের ৫ উইকেট


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৩০, ২০১৭, ০৯:০২ পিএম
‘অচল’ রাজ্জাকের ৫ উইকেট

ঢাকা: একজন আব্দুর রাজ্জাক অনেক কাঠখর পুড়িয়ে হয়েছে। অথচ কি অবলিলায় আমরা তাকে ছুঁরে ফেলে দিয়েছি! ‘অচল’ বলে বাতিলের খাতায় রেখেছি। সাকিব আল হাসানের জুটি খুঁজতে আমরা আরেকজন স্পিনারকে হন্য হয়ে খুঁজছি। কিন্তু রাজ্জাককে কেউ যেন দেখতে পায় না! বাংলাদেশের এক সময়কার অপররিহার্য স্পিনার চলে গেছে দৃষ্টিসীমার বাইরে!          

তারপরও ঘরোয়া ক্রিকেটের যেখানেই সুযোগ পাচ্ছেন রাজ্জাক পারফর্ম করে বারবার যেন এটাই বলার চেষ্টা করছেন ‘আমি এখনও অচল হয়নি। আমি এখনও ফুরিয়ে যাইনি।’ রোববার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নিয়ে সেই কথাই যেন তিনি আরও একবার উচ্চারণ করতে চাইলেন।এদিন তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবও জিতেছে ৩ উইকেটে।

আগে ব্যাট করে পারটেক্সের ব্যাটসম্যানরা শেখ জামালের স্পিনারদের তোপের মুখে পড়ে ৪৬.৩ ওভারে ২০১ রানে তুলেই গুটিয়ে গেছে। ৮৪ বলে সর্বোচ্চ ৬৫ রান করেছেন ওপেনার জনি তালুকদার। ২২ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছেন রাজ্জাক। এ নিয়ে এবারের প্রিমিয়ার লিগে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। ৪৭ রানে দুটি উইকেট পেয়েছেন তানবির হায়দার।

পারটেক্সের রান সাত উইকেট হারিয়ে টপকে গেছে শেখ জামাল। কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন মাহবুবুল করিম। পাশাপাশি তানবির ৩৪, সোহাগ গাজী করেন ৩১ রান। ৩৭ রানে তিন উইকেট নিয়েছেন মামুন হোসেন। ম্যাচসেরার পুরস্কার হাতে উঠেছে শেখ জামাল অধিনায়ক আব্দুর রাজ্জাকের হাতে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!