• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট, তিনজন হাসপাতালে


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি অক্টোবর ১২, ২০১৮, ০৩:৩০ পিএম
অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট, তিনজন হাসপাতালে

বাগেরহাট : শরণখোলায় খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বত্তরা। ওই পরিবারের অসুস্থ গৃহকর্তা কাওসার হোসেন তালুকদার, স্ত্রী রেহেনা বেগম ও পুত্রবধূ মিমকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার পশ্চিম খাদা গ্রামে।

ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সকলের অগোচরে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে ঔষধ মিশিয়ে রেখে যায়। রাতে ওই খাবার খেলে বাড়িতে থাকা পরিবারের তিনজনই অচেতন হয়ে পড়ে। পরে রাতে রেহেনা বেগমের জ্ঞান ফিরে এলে ঘটনাটি ধরা পড়ে। রাতেই অসুস্থ তিনজনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গৃহকর্তা কাওসার হোসেনের এখনো জ্ঞান ফিরেনি। হাসপাতালে চিকিৎসাধীন রেহেনা বেগম জানান, দুর্বৃত্তরা ৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৮ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে।

শরণখোলার থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!