• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অটো চালকের ছেলে ভারতের জাতীয় দলে


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৪, ২০১৭, ০১:৪১ এএম
অটো চালকের ছেলে ভারতের জাতীয় দলে

ঢাকা: আইপিএল নিলামে ২ কোটি ৬০ লাখে তাঁকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন লড়াই। অটো-চালক বাবার সামান্যে আয়ে ক্রিকেট খেলা ছিল তাঁর জন্য বিলাসিতা। কিন্তু সব বাধা পেরিয়ে ছেলে আজ ভারতীয় দলের জার্সি পরতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেছে মোহাম্মদ সিরাজের। 

গত আইপিএলে সুযোগ পাওয়ার পরই বাবাকে বলে দিয়েছিলেন, ‘আর অটো চালাতে হবে না।’ সেদিন থেকে অটো চালানো ছেড়ে দিয়েছেন সিরাজের বাবা মোহাম্মদ ঘাউস। জাতীয় দলে সুযোগ পেয়ে সিরাজ বলছিলেন,‘ আমার এটা ভেবে ভালো লাগছে, মাত্র ২৩ বছর বয়সে আমি পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পেরেছি। যে দিন আমি আইপিএলে চুক্তি করি, সেদিনই বাবাকে বলে দিয়েছিলাম আমি আর তাকে কাজ করতে দেব না। এখন থেকে বিশ্রাম করতে বলি। এখন আমি পুরো পরিবার নিয়ে নতুন বাড়িতেও উঠে এসেছি।’

হায়দরাবাদের হয়ে দারুন খেলেছেন সিরিজ। ভারত ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। এত তাড়াতাড়ি ভারতীয় জাতীয় দলে সুযোগ পাবেন, সিরাজ তা ভাবেননি,‘ আমি ভেবেছিলাম এক দিন আমি নিশ্চয়ই জাতীয় দলে খেলার সুযোগ পাব। এত তাড়াতাড়ি সেটা হবে ভাবিনি। আমি বলে বোঝাতে পারব না আমি কতটা খুশি। আমি যখন বাবা-মাকে জানাই তখন তারা কোনো কথা বলতে পারেননি। এটা একটা স্বপ্ন সফল হওয়া।’

সিরাজ তাঁর সাফল্যের পেছনে বোলিং কোচ ভরত অরুণের ভুমিকাকেও বড় করে দেখছেন। হায়দরাবাদে খেলার সুবাদে তাকে কাছে পেয়েছেন। ভরতের পরামর্শ দারুন কাজে লেগেছে সিরিজের। তাঁর কথায়,‘ আমি ভরত অরুণ স্যরের কাছে কৃতজ্ঞ। উনি খুবই ভালো একজন কোচ। গত বছর তিনি হায়দরাবাদ দলের সঙ্গে ছিলেন। আর সেই প্রথম আমি বুঝতে পারলাম কী ভাবে নিজের বোলিংয়ের পরিবর্তন এনে এই পর্যায়ে টিকে থাকা যায়।’

ভরতের পাশাপাশি ভুবনেশ্বর কুমার ও আশিস নেহরাকে ধন্যবাদ জানাতে ভোলেননি সিরাজ। যদিও রাহুল দ্রাবিড় তাঁকে বেশি পরীক্ষা-নিরিক্ষা করতে নিষেধ করেছিলেন। সিরাজ বলেন,‘ দ্রাবিড় স্যার আমাকে বলেছে আমার বোলিংয়ে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাঁর সহজ কথা, সেটাই কর যেটা এত দিন তোমাকে সাফল্য এনে দিয়েছে। আশা করি এই পর্যায়েও সেটা ধরে রাখতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!