• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘অদ্ভুত’ রান আউটের ফাঁদে আজহার


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০১৮, ১২:২৬ পিএম
‘অদ্ভুত’ রান আউটের ফাঁদে আজহার

ঢাকা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলকে চালকের আসনে বসিয়ে দিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। বৃহস্পতিবার আবুধাবিতে ৯ উইকেটে ৪০০ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জয়ের জন্য ৫৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৭।

পাকিস্তানের ইনিংসে উল্লেখ্যোগ্য ঘটনা বাবর আজমের দুঃখ। তিনি ৯৯ রানে আউট হয়েছেন। তবে এসব কিছুকেই ছাপিয়ে সামনে চলে এসেছে আজহার আলীর অদ্ভুত রান আউট। যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় পড়েছে।

পিটার সিডলের একটি বল থার্ডম্যানের দিকে মারেন আজহার। বল বাউন্ডারির সামান্য আগে গিয়ে থেমে যায়। কিন্তু আজহার (৬৪) ভেবেছিলেন, বাউন্ডারি হয়ে গেছে। তিনি মাঝ পিচে এসে নন স্ট্রাইকার আসাদ শফিকের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মিচেল স্টার্কের ছোড়া থ্রো ধরে আজহারকে রান আউট করে দেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার টিম পেন।

আজহার তখনও বুঝতে পারেননি, কীভাবে রান আউট হলেন। পরে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমার ছেলে অনেক দিন পর্যন্ত এই রান আউট নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে যাবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!