• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘অধরা’


জগেশ রায় জানুয়ারি ১৬, ২০১৮, ০৩:২৩ পিএম
‘অধরা’

তুমি এসেছিলে নবরূপে, সাজবেলায়,
দেখেছিলাম তোমায়, ঘোমটা পরা,
মন ভেসে ছিল সুখের ভেলায়...

তোমার দীঘল কালো চুলের, সুগন্ধ,
এ যেন ধেয়ে আসা, শীতল হাওয়া,
আমি হয়েছিলাম দিশেহারা, স্তব্ধ...!

তোমার খোপায় বেলি ফুলের, বাগান,
ভোমর ঘুরে-ফিরে,তোমায় দেখে যায়,
দেখে ইর্ষান্বিত হয়েছিল, ঐ আসমান...!

তোমার ঐ মায়াবি দু-চোখের, ছলনা,
হার মেনে, কাছে এসে তোমার,
হাসিমুখে সবাই করে বন্দনা...!

তোমার হাতের রঙিন চুরির, বাজনা,
সবাই তাকিয়ে,তোমার দিকে,
দেখে স্বপ্ন,করে চিন্তা- ভাবনা...!

তোমায় দেখে করে অভিনয়, কল্পনা,
তুমি কত কঠিন, সু-নয়না,
কেউ চাইলেও তুমি ধরা দাওনা...!

লেখক : শিক্ষার্থী ও সাংবাদিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Wordbridge School
Link copied!