• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইন প্রেমে কারা এগিয়ে ছেলে না মেয়ে?


লাইফস্টাইল ডেস্ক মে ৭, ২০১৬, ০৬:০৪ পিএম
অনলাইন প্রেমে কারা এগিয়ে ছেলে না মেয়ে?

‘চোখে চোখে কথা বল, মুখে কিছু বল না…’ প্রেমের সেদিন আজ অতীত। এখন আর চোখে চোখে কথা নয়। কথা হয় মাউস ক্লিক করে। গ্রিটিংস কার্ড, চিঠিপত্র সবই ঠাঁই পেয়েছে শো-কেসে। নেটিজেনদের হাত ধরে প্রেমও এখন অনলাইন। অনলাইনে পরিচয়, অনলাইনেই ডেটিং... মন দেওয়া নেওয়া... এমনকী সেক্স চ্যাটও! তবে, ছেলে না মেয়ে, কারা বেশি এগিয়ে অনলাইন ডেটিংয়ে?

উত্তর কিন্তু বলছে, ছেলেরা। সমীক্ষা বলছে, অনলাইন ডেটিংয়ের প্রস্তাব ছেলেরাই আগে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই প্রস্তাবকে খোলা মনে মেনে নিতে পারে না মেয়েরা। নারীকুল অনলাইন প্রেমের ক্ষেত্রে কিছুটা সিঁটিয়েই থাকে

কেন? মনস্তত্ত্ববিদ বলছেন, এর একটা কারণ হতে পারে নিরাপত্তাহীনতা। বা অপরিচিতকে বিশ্বাস করতে ভয়। তার উপর যৌনতা নিয়ে এখনো সব দ্বিধা কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় মেয়েরা। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এইচএআর

 

Wordbridge School
Link copied!