• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুভবে তুমি


আমিনুল ইসলাম মে ২০, ২০১৭, ১০:০৯ এএম
অনুভবে তুমি

আমি দেখতে চাই ঐ সব সৌন্দর্য্য,
যা লুকিয়ে আছে তোমার মাঝে।
তোমার চলার নৃত্যে আমি পাগল হই,
তোমার অঙ্গের সুবাস, আমি দূর থেকেও টের পাই,
আমি মুগ্ধ হই সজীবতায়।

আমি অনুভব করি ঐ সব সৌন্দর্য্য,
কি যে এক আকর্ষণে হারিয়ে যাই,
অচেনা অজানা এক অন্য ভূবনে।
তোমাকে দেখার পর আমার কোমল অনুভুতি হয়।
শিহরিয়া ওঠে তোমার চোখের চাহনিতে,
তোমার মাঝে খুঁজে পাই এক নতুন ভূবন।

আমি অনুভব করি ঐ সব সৌন্দর্য্য,
তুমি ছিলে আমার স্বপ্নের অবসরে,
যাহা একান্ত আপন করে ভাববার কিছুক্ষণ।
তুমি ছিলে তাই আমার জীবন ছিল,
আকাশের নীলিমার মত গতিমান, ঝর্না ধারার মত বহমান।
আজো আছো তুমি আমার স্মৃতিতে হৃদয় গহ্বরে।

আমি অনুভব করি ঐ সব সৌন্দর্য্য,
সে দিন তোমার মতই সেজেছিল আকাশ
সেজেছিল সাত রঙ ঝরিয়ে, চুলগুলি আকাশে উড়িয়ে,
লজ্জা ভরা আঁখিতে, কোমল হৃদয়ে তাকিয়ে,
তুমি আছ আজ ও আগামীতে আমার জীবন ও মরণে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!