• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুমোদন পাচ্ছে আরো তিন ব্যাংক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০১৭, ১০:০২ পিএম
অনুমোদন পাচ্ছে আরো তিন ব্যাংক

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আরো তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নতুন ব্যাংক অনুমোদন দেয়ার কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, যদিও দেশে অনেক ব্যাংক রয়েছে। তারপরও দেশের অনেক এলাকা আছে যেখানে ব্যাংকের সেবা থেকে বঞ্চিত রয়েছে। এজন্যই নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা চলছে। এ ছাড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে কাজ করছে সরকার।

ব্যাংক খাত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে সরকার। বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুদিনের বার্ষিক সম্মেলনে ব্যাংকার ও অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্মেলনে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দুই অঙ্কের কোঠা অতিক্রম করায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিআইবিএম মহাপরিচালক অধ্যাপক তৌফিক আহমেদ চৌধুরী।

শেষ বারে অনুমোদন পাওয়া সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ফারমার্স ব্যাংক দুর্দশায় পড়ে দেশের ব্যাংক খাতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলেও সম্প্রতি সংসদীয় কমিটি জানায় অর্থ মন্ত্রণালয়কে।

‘ব্যাংকে পরিবারতন্ত্র’ নিয়েও সমালোচনায় রয়েছে সরকার।

এক পরিবারে দুজনের পরিবর্তে চারজন উদ্যোক্তা পরিচালক থাকা এবং ছয় বছরের পরিবর্তে টানা নয় বছর থাকার ব্যবস্থা করে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ সম্প্রতি নিয়েছে সরকার।

আইডিআরএর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো দেন ,আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, ক্রীড়া সচিব আসাদুল ইসলাম ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!