• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনুশীলনে ফিরে সুখবর দিলেন তামিম


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৯:৪৭ পিএম
অনুশীলনে ফিরে সুখবর দিলেন তামিম

ঢাকা: পচেফস্ট্রমে প্রথম টেস্টে নামার আগে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা ঠিকঠাক নিজেদের ঝালিয়ে নিতে পারলেও বোলাররা আশা জাগিয়ে সেভাবে নিজেদের প্রস্তুতিটা সারতে পারেননি। এর মধ্যে অস্বস্তি হয়ে এসেছিল বাঁ-হাতী ওপেনার তামিম ইকবালের চোট। চোটে পড়তে হয় আরেক বাঁ-হাতী সৌম্য সরকারকেও। হঠাৎ দুই ওপেনারের চোটে অস্বস্তি বেড়েছিল মুশফিকদের।

তবে চোটশঙ্কা দুরে রেখে অনুশীলন শুরু করেছেন তামিম। সোমবার পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে বেশ খানিকক্ষণ অনুশীলন সেরেছেন টেস্ট দলের সহ-অধিনায়ক। প্রধান কোচ  চন্ডিকা হাথুরুসিংহে নিজেই তামিমকে বল করেছেন।

তামিম অনুশীলনে ফিরলেও আরেক ওপেনার সৌম্য ছিলেন বিশ্রামে। বাংলাদেশ দলের ফিজিও জানিয়েছেন, প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন এই বাঁ-হাতী ওপেনার। বাড়তি সতর্কতার জন্যই সৌম্যকে অনুশীলনের বাইরে রাখা হচ্ছে। ফিজিও জানিয়েছেন, দুই ওপেনারের প্রথম টেস্টে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে উরুর মাংসপেশিতে টান পড়ে তামিমের। ব্যাটিং করতে অস্বস্তি হওয়ায় ব্যক্তিগত ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন । তামিমের পর দুঃসংবাদ হয়ে আসে সৌম্যর চোট। প্রস্তুতি ম্যাচ চলাকালীন দ্বিতীয় দিন কাঁধে আঘাত পান সৌম্য। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নামেননি প্রথম ইনিংসে ৪৩ রান করা বাঁ-হাতি ওপেনার। ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!