• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনেক সম্ভাবনাময় পেসার আছে বাংলাদেশে : আকিব


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ৫, ২০১৬, ০৫:৪৬ পিএম
অনেক সম্ভাবনাময় পেসার আছে বাংলাদেশে : আকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স ইউনিটের বোলিং পারামর্শ হিসেবে গত শুক্রবার ঢাকা কাজ করতে আসেন পাকিস্তানের সাবেক পেসার ও কোচ আকিব জাভেদ। তার এই সফর আট দিনের হলেও অনুশীলন সেশন ছিল মাত্র ছয় দিনের।

এই ছয় দিনে তিনি কাজ করেছেন এইপির ১৭ ও বাংলাদেশ জাতীয় দলের ৮ পেসারের সঙ্গে। তাতে করে বাংলাদেশের তরুণ পেসারদের মধ্যে অনেক সম্ভাবনা দেখছেন আকিব জাভেদ। একই সঙ্গে বাংলাদেশি পেসারদের মানসিকভাবে দক্ষ হতেও দারুণ কাজ করেছেন তিনি।

গত শুক্রবার ঢাকায় পা রেখেই শনিবার থেকে কাজে নেমে পড়েন আকিব জাভেদ। হাই পারফরমেন্স ও জাতীয় দল নিয়ে এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন ৬ দিন। আর ছয় দিনের এই সংক্ষিপ্ত প্রশিক্ষণে বৃহস্পতিবার ছিল আকিবের শেষ দিন। আজ শুক্রবার তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশি পেসারদের সঙ্গে গত ছয় দিনের কাজের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমের এমন উৎসুক প্রশ্নের জবাবে আকিব বলেন, ‘বুধবার আমি ওদের শিখিয়েছি কিভাবে একটি ম্যাচে তিন পর্বের বোলিং আনতে হয়। ম্যাচে নতুন বল দিয়ে কি করে পেস নিয়ন্ত্রণে আনতে হয়, কেমন ডেলিভারি দিলে মেডেন ওভার পাওয়া যাবে।

পাশাপাশি আমি তাদের এটাও শিখিয়েছি যে, ম্যাচে একটি নতুন, সেমি নতুন ও পুরাতন বল কতটা দক্ষতার সাথে ব্যবহার করতে হয়।’ এছাড়াও আকিব পেসারদের শিখিয়েছেন পেস বোলিংয়ের টেকনিক্যাল বিষয়সমূহ। যেমন: সুইং, বাউন্সার, স্লোয়ার ও ইয়র্কার লেংথের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেস আক্রমণের ব্যাপারে বলতে গিয়ে আমি ওদের সামনে শোয়েব আকতার, ব্রেট লি ও শন টেইটের উদাহরণ দিয়েছি। বাউন্সারে বলেছি মোঃ ইরাফানের কথা আর সুইংয়ের ক্ষেত্রে উদাহরণ টেনেছি মোহাম্মদ আসিফের। আমি ওদের জানাতে সাহায্য করেছি কী করে চাপের মধ্যেও বল হাতে খেলা মানিয়ে নিতে হয়।’

আকিবের নজর কেড়েছেন এইচপির সেই চার পেসার হচ্ছেন ইবাদত হোসেন চৌধুরী, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান রাজু। ৩ টেস্ট, ৬ ওয়ানডে ও ৪ টি২০ ম্যাচ খেলা আবুল হাসান রাজুকে নিয়ে আকিবের পর্যবেক্ষণ, ‘রাজুর (আবুল) অনেক সম্ভাবনা আছে, সন্দেহ নেই। তবে তার কিছু সমস্যা আছে। চোট, আত্মবিশ্বাসে বেশ ঘাটতি। কিন্ত তার বলের গতি, শারীরিক গঠন ও অ্যাকশন ভালো। ওকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে।’

তবে চার পেসারের মধ্যে ইবাদতের প্রতি আকিবের মুগ্ধতা যেন সবচেয়ে বেশি। সর্বশেষ পেসার হান্ট কর্মসূচিতে সবচেয়ে দ্রুততম বোলার ইবাদত লিস্ট ‘এ’, প্রথম শ্রেণি কিংবা বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি না ভেঙেই সুযোগ পেয়েছেন এইচপিতে। তার ভেতর বিরাট সম্ভাবনাই দেখতে পাচ্ছেন আকিব।

এ বিষয়ে পাকিস্তানের সাবেক পেসার বলেন, ‘তাকে দেখে আমার মোহাম্মদ ইরফানকে মনে পড়ছে। ইরফানকে যখন তুলে এনেছিলাম, ওর মতোই লম্বা ছিল। সেভাবে ফিট ছিল না। এক বছর ধরে আমরা তাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে তৈরি করেছি। এই ছেলেটারও সমর্থন দরকার। তার ফিটনেস নিয়ে কাজ করতে হবে। যদি শরীরটা ঠিকঠাক প্রস্তুত করতে পারে, তবে বাংলাদেশের ফাস্ট বোলারদের নতুন প্রজন্মকে সে প্রতিনিধিত্ব করতে পারবে।’

বৃহস্পতিবার সকালের সেশনে আকিব ছেলেদের সঙ্গে আলোচনা করেছেন অনুশীলনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ‘আমরা আলোচনা করেছি কী করে সঠিক পদ্ধতিতে অনুশীলন করতে হয়। অনুশীলনে কঠোর পরিশ্রমের প্রতি আমি তাদের সজাগ দৃষ্টি রাখতে বলেছি। ওদের শেখাতে চেষ্টা করেছি কিভাবে ডানহাতি ব্যাটম্যানকে পরাস্ত করার চ্যালেঞ্জটি নিতে হবে, আর কি করলেই বা কুপোকাত হবে একজন বাঁহাতি ব্যাটসম্যান।’

এ বিষয়ে আকিব আরো বলেন, ‘আমি ওদেরে আরো একটি বিষয় খুব ভালোভবে বোঝাতে চেষ্টা করেছি। সেটা হলো কোন পদ্ধতিটি অবলম্বন করলে ম্যাচে লাইন, লেংথ ও অ্যাকিউরেসি বজায় রেখে বল করা যাবে। কি করে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে ইয়র্কার দিয়ে আউট করা যাবে। আর কিভাবে ছয় বলে ছয়টিই ইয়র্কার দেয়া যাবে। এগুলো ছেলেদের বোঝানোর চেষ্টা করেছি আমি।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!