• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যের বাড়িতে কাজ করে খেতে হয় যে সাবেক এমপির


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০১৮, ০২:১২ পিএম
অন্যের বাড়িতে কাজ করে খেতে হয় যে সাবেক এমপির

ঢাকা: রাজনীতি করেন অথবা করেছেন, আবার ব্যক্তিগত জীবনে প্রচুর অর্থকষ্টে রয়েছেন এমন রাজনীতিকের কথা কল্পনা করাই কষ্ট। তবে ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় বিধানসভার সাবেক এমপি’র ব্যাপারটা একটু ভিন্ন।

সাবেক ওই এমপি’র নাম বাকিলা টুকরপ্পা। এক সময়ের ওই এমপি বা বিধায়কের বর্তমান দৈনিক আয় মাত্র ৪০ টাকা। এই টাকাটাও আয় করেন পরের বাড়িতে কাজ করে।

১৯৮৩ সালে রাজনীতিতে নাম লেখান বাকিলা টুকরপ্পা। বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে দক্ষিণ কন্নড়ের সুলিয়া তালুক বিধানসভা থেকে নির্বাচিত হন তিনি। কিন্তু তিনি। মাত্র ১৮ মাস বিধায়ক পদে থাকেন বাকিলা।

ওই অল্প সময়েই অনেক ভালো ভালো কাজ করেন বাকিলা। এই সময়ে ২টি কলেজ, ৫টি হাইস্কুল, ৪টি হোস্টেল, সেতু ও ৩টি রাস্তা তৈরি করেন তিনি। এরপরই হঠাৎ করে রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন তিনি। রাজনীতি ছেড়ে দিয়ে শুরু করেন খেটে খাওয়ার জীবন।

বর্তমানে বাকিলা টুকরপ্পার নিজের বাড়িটা পর্যন্ত নেই। শ্বশুর বাড়ি থাকেন গত ২১ বছর ধরে। এখনও প্রতিদিন মাত্র ৪০ টাকা উপার্জনের জন্য বাড়ি থেকে বের হন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!