• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপমান সইতে না পেরে জামাতার আত্মহত্যা


সিরাজগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:৫১ পিএম
অপমান সইতে না পেরে জামাতার আত্মহত্যা

সিরাজগঞ্জ: শ্বশুরের অপমান সইতে না পেরে মাসুদুর রহমান মাসুদ (৩২) নামে এক জামাতা রাগে ও ক্ষোভে আত্মহত্যা করেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে মাসুদ। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। নিহত মাসুদ সিরাজগঞ্জ পৌর এলাকার তেলকুপি মহল্লার শাহজাহান আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বকুল উদ্দিন আকাশ।

নিহতের ভাই ইনছান আলী জানান, মাসুদের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরের দীর্ঘদিন যাবৎ সাংসারিক দ্বন্দ্ব চলে আসছিল। এ অবস্থায় শনিবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান মাসুদ। এ সময় শ্বশুর সাইফুল ইসলাম তার মেয়েকে জামাতার সঙ্গে না পাঠিয়ে বকাঝকা দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

মাসুদ বাড়ি এসে ক্ষোভে নিজ ঘরে বসে কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!