• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপরাজনীতি বিদায় করতে চাই: খালেদার টুইট


নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০১৭, ০৬:০২ পিএম
অপরাজনীতি বিদায় করতে চাই: খালেদার টুইট

ঢাকা: গুলশান রাজনৈতিক কার্যালয়ে পুলিশের অভিযানের বিরুদ্ধে টুইট বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক বার্তায় তিনি লিখেছেন, পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।

রোববার (২১ মে) নিজের এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন।

প্রসঙ্গত, শনিবার (২০ মে) সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। তাদের শূন্য হাতে ফিরতে হয়েছে। তল্লাশির প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন। অন্যায়ভাবে এ অভিযান চালানো হয়েছে অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি।

খালেদা জিয়া সাধারণত টুইটারে মন্তব্য করেন না। তার এ টুইট বার্তা দেয়ার রাজনৈতিক কৌশলকে ইতিবাচক হিসেবে দেখতে শুরু করেছেন রাজনীতিবিদরা। 

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!