• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা’


কুষ্টিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৫:৫৭ পিএম
‘অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা’

কুষ্টিয়া : নির্বাচনে অংশ নেওয়ার জন্য শর্ত জুড়ে দেওয়ার অপচেষ্টার বিষয়ে নিন্দা জানিয়েছে তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,  ২০০৯ থেকে শুরু করে আজ পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং খালেদা জিয়া পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ অথবা তথাকথিত সহায়ক সরকারের প্রস্তাব ওসিলা আকারে নিয়ে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

তথ্যমন্ত্রী বলেন, অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা। আর অপরাধীদের আইনি লড়াইয়ের জন্য আদালতের দরজাও খোলা রয়েছে।

এ সময় ওয়েজ বোর্ডে ইলেক্ট্রনিক্স মিডিয়াকে আওতায় আনার প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, আইনানুগভাবে ইলেক্ট্রনিক্স মিডিয়াকে নবম ওয়েজ বোর্ডেই আনার জন্য কাজ শুরু হয়েছে।

এ সময় জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!