• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপহৃত ৪ জেলে উদ্ধার, ট্রলারসহ আটক ১৪


পটুয়াখালী প্রতিনিধি ডিসেম্বর ৬, ২০১৬, ০৫:৪৩ পিএম
অপহৃত ৪ জেলে উদ্ধার, ট্রলারসহ আটক ১৪

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অপহৃত ৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। এ সময় জলদস্যু সন্দেহে ১৪ জনকে আটক করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) গভীর রাতে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন গভীর সাগরে এ অভিজান চালানো হয়, এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ বিএনএস মহিবুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম নৌবাহিনীর বরাত দিয়ে জানান, নৌবাহিনীর জাহাজ নিয়ে সাগরে নিয়মিত টহল দেয়ার সময়ে একটি মাছধরা ট্রলারকে ধাওয়া করলে সেটি পালানোর চেষ্টা করে। এ সময় ট্রলারটিতে অভিযান চালিয়ে হাত পা বাঁধা অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা ১৪ ডাকাত সদস্যকে শনাক্ত করলে নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে।

আটককৃত ট্রলার থেকে লুট করা মাছ উদ্ধার করলেও ট্রলারটি ধাওয়া করার সময় ডাকাতরা তাদের ব্যবহৃত অগ্নেয়াস্ত্র সাগরে ফেলে দেয় বলে ডাকাতরা স্বীকার করেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে মহিপুর থানা পুলিশের কাছে আটককৃত ডাকাতদের হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!