• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপ্রতিরোধ্য শারাপোভা সেমিতে


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ০৫:২৪ পিএম
অপ্রতিরোধ্য শারাপোভা সেমিতে

ঢাকা: ২০১৬ সালের অস্ট্রেলিয়া ওপেনে ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন। ১৫ মাসের দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়াইর্ল্ড কার্ড নিয়ে আবারো কোর্টে ফিরেছেন টেনিস কুইন মারিয়া শারাপোভা। ফিরেই অপ্রতিরোধ্য বিশ্ব টেনিসের এই গ্ল্যামার গার্ল। শুক্রবার (২৯ এপ্রিল) জার্মানির এস্তোনিয়ার অনুষ্ঠিত স্টুটগার্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে উঠেছেন রুশ তারকা।

এদিন অ্যানেট কোন্তাভেইতেকে ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন শারাপোভা। ৮৪ মিনিট দৈর্ঘ্যের ম্যাচটিতে ৪টি এস এবং ২৮টি উইনার মেরেছেন শারাপোভা। প্রথম সেটটি ৬-৩ সেটে জিতে নেন শারাপোভা। তাঁর সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেননি এস্তোনিয়ার টেনিস তারকা কোন্তাভেইতে। এরপর দ্বিতীয় সেটটিও সহজে জিতে নেন মাশা। এই সেটে একটু প্রতিরোধ গড়লে তা শারাপোভাকে ঠেকানোর মতো যথেষ্ট ছিল না।

জয়ের পর মাশা বলেন, ‘সার্ভিসগুলো ঠিকঠাক মেরেছি। যা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে। এর আগে অ্যানেটের বিরুদ্ধে খেলিনি। তাই থিতু হতে একটু সময় লেগেছিল।’

ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রিস্টিনা মাদেনোভিকের মুখোমুখি হবেন শারাপোভা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ সুন্দরী কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শেষ চারে উঠেন এই ফরাসি তারকা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!