• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবশেষে ফিরলেন বেল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৫, ২০১৭, ০৫:৪০ পিএম
অবশেষে ফিরলেন বেল

ফাইল ছবি

ঢাকা: ২৬ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লীগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচের পর আর মাঠে নামা হয়নি গ্যারেথ বেলের। ইনজুরি কাটিয়ে চলতি মাসের শুরুতে অনুশীলনে ফিরলেও সেটি স্থায়ী হয়নি। উরুর ইনজুরিতে আবার বিশ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন। অবশেষে রিয়াল মাদ্রিদের ক্যাম্পে যোগ দিয়েছেন গ্যারেথ বেল। প্রায় দুইমাস বিরতির পর শুক্রবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন বলে জানিয়েছেন কোচ জিনেদিন জিদান।

এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদের সঙ্গে অনুশীলন করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন। কারণ, তিনি চান তাকে ঘিরে যে সব নেতিবাচক বিষয়ের সৃষ্টি হয়েছে সেগুলো ঝেড়ে ফেলে দিতে।’

রিয়াল মাদ্রিদের ফরাসি এই কোচ বলেন, ‘আমি ঠিক জানি না কখন তিনি দলের হয়ে খেলা শুরু করবেন। মাঠে নামলে আমরা দেখতে পাব। তবে তিনি এখন অনেকটাই সুস্থতা বোধ করছেন। আজ কোন রকম ব্যাথা অনুভব না করেই তিনি অনুশীলন করেছেন।’

কাপ ইনজুরিতে পড়ে গত সেপ্টেম্বর থেকেই সাইডলাইনে চলে গেছেন ওয়েলস তারকা বেল। চলতি মাসের শুরুতে ইনজুরি কাটিয়ে তিনি অনুশীলনে ফিরলেও সেটি স্থায়ী হয়নি। উরুর ইনজুরিতে পড়ে ফের বিশ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি।

দীর্ঘ সময় ধরে দলকে সার্ভিস না ধেয়ার কারণে বেলের সমালোচনায় মেতে ওঠে স্প্যানিশ গণমাধ্যম। ২০১৩ সালে টোটেনহ্যাম হটস্পার্স থেকে রেকর্ড পরিমান ১০০.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ানো এই খেলোয়াড়ের ধারাবাহিকভাবে ইনজুরিতে পড়ার ঘটনাকে যেন তারা কোনভাবেই মেনে নিতে পারছিলনা।

ক্রীড়া বিষয়ক দৈনিক মার্সা ও এএসের হিসেব মতে স্প্যানিশ জায়ান্ট দলে যোগ দেয়ার পর থেকে বেল এ পর্যন্ত ক্লাবের ৭০টি ম্যাচে অংশগ্রহন করতে পারেননি। মোটা অংকের বেতনের কারণে এএসের হিসেব মতে তিনি ১৫৯টি ম্যাচে অংশ নিয়েছেন। সেই হিসেবে তার প্রতিটি ম্যাচের মজুরি পড়েছে ১.০৬ মিলিয়ন ইউরো।

তবে জিদান তার খেলোয়াড়কে সমর্থন দিয়ে বলেছেন, ‘আমরা জানি তিনি আমাদের জন্য কি বইয়ে এনেছেন। তিনি খুবই শক্তিশালী ও সামর্থ্যবান। তার মধ্যে যেমন কৌশলগত দক্ষতা রয়েছে তেমনি কঠোর পরিশ্রমী। যখন তিনি মাঠে নামেন তখন বেশ ভাল করেন। তার ইনজুরি নিয়ে অনেক কথাই হচ্ছে। কিন্তু তিনি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!