• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন আফ্রিদি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৬, ২০১৭, ০৪:৫৭ পিএম
অবশেষে বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন আফ্রিদি

ঢাকা: ‘ক্রিকেটারদের সম্মানজনকভাবে বিদায় দেয় না পাকিস্তান’ কিছু দিন আগে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন শহিদ আফ্রিদি। সাবেক অধিনায়কের এমন বক্তব্য ভালোভাবেই আমলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। অবশেষে বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন। আফ্রিদির সাথে বর্তমান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে ভালোভাবে বিদায় সংবর্ধনা দেয়ার সিদ্বান্ত নিয়েছে পিসিবি।

গেলো ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এরপর নিজের অবসর নিয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, ‘পিসিবি সম্মানজনকভাবে পাকিস্তানী খেলোয়াড়দের বিদায় সংবর্ধনা দেয় না। এদিকে তাদের আরো নজরদারি করা উচিত। অন্যান্য দেশ তাদের খেলোয়াড়দের সম্মানজনকভাবে বিদায় দেয়।’

আফ্রিদির এই মন্তব্যের পর টনক নড়ে পিসিবির। আফ্রিদিকে জাকজমকভাবেই বিদায় সংবর্ধনা দেয়া হবে বলে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, ‘মিসবাহ-ইউনিসের মতো করেই আফ্রিদিকেও বিদায় সংবর্ধনা দেয়া হবে। আফ্রিদির সাথে এ বিষয়ে কথা হয়েছে আমার।’

টুইটে শেঠি লিখেছেন, ‘আমাদের একমাত্র হিরো লালার (আফ্রিদির ডাকনাম) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করবো। এই মাত্র আমার সাথে কথা হলো তার। আমরা একটা সময় নির্ধারণ করেছি। আবারো আমরা বসব এবং জাকজমকভাবে একটা বিদায় তাঁকে কিভাবে দেয়া যায়, সেটা নিয়ে কথা বলবো।’

আফ্রিদির পাশাপাশি মিসবাহ ও ইউনিসের বিদায় সংবর্ধনা দেয়া হবে বলে অন্য সংবাদমাধ্যমে জানান শেঠি, ‘আফ্রিদি-মিসবাহ-ইউনিস, এই তিন খেলোয়াড় পাকিস্তান ক্রিকেটের সেরা তারকা খেলোয়াড়। এদেরও ভালোভাবে বিদায় সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছি আমরা। এ বিষয়ে আফ্রিদি-মিসবাহ-ইউনিসের আমরা কথা বলবো।’

২১ এপ্রিল থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্বান্ত নিয়েছেন মিসবাহ ও ইউনিস। তাই একসাথে দলের সেরা তিন তারকা খেলোয়াড়কে বিদায় সংবর্র্ধনা দিতে চাইছে পিসিবি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!