• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবশেষে রাখাইন পরিদর্শনে সু চি


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২, ২০১৭, ১১:৩৮ এএম
অবশেষে রাখাইন পরিদর্শনে সু চি

ঢাকা: রোহিঙ্গা সংকট শুরুর পর এই প্রথমবার রাখাইনে গেলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই তিনি রাজধানী সিতওয়ে পৌঁছান।

সরকারি মুখপাত্র জাও তে জানান, একদিনের সফরে সংঘাত কবলিত মংডু ও বুথিডং যাবেন সু চি। তবে, সংক্ষিপ্ত সফরসূচির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি রাষ্ট্রীয় উপদেষ্টার অফিস।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনের এই দুটি শহরেই সন্ত্রাসবাদ দমনের নামে নিপীড়ন ও জাতিগত নিধন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। যার প্রভাবে, বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেন ১০ লাখের বেশি রোহিঙ্গা।

এদিকে, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে সেনা নিপীড়ন বন্ধে জাতিসংঘের ওপর চাপ প্রয়োগ করেছে মুসলিম দেশগুলোর জোট- ওআইসি।

চলতি সপ্তাহেই সংস্থাটির সাধারণ পরিষদের থার্ড কমিটিতে এ খসড়া প্রস্তাব তুলে ধরে মুসলিম দেশগুলো। ১৪ নভেম্বর ভোটাভুটির পর চূড়ান্ত হবে প্রস্তাবের কর্ম-পরিকল্পনা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!