• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে রাজনীতিতে কমল হাসান


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৮, ১০:৪৩ এএম
অবশেষে রাজনীতিতে কমল হাসান

ঢাকা: বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসলেন দক্ষিণ ভারতের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা কমল হাসান। তামিল নাডুর পূর্বসূরিদের পথ ধরে নতুন দলের ঘোষণা দিয়েছেন। 

সুপারস্টার কমল হাসান নতুন দলের নাম ‘মাকাল নিধি মিয়াম’ বা পিপলস জাস্টিস পার্টি। তিনি বলেছেন, আমি কোনো নেতা নয় আমি জনগণের একজন সমর্থক।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কমল হাসান

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় তামিলনাড়ুর মাদুরাইতে এক জনসভায় কমল হাসান এই ঘোষণা দেন। এতে প্রধান অতিথি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

কমল হাসান বলেন, এই দলকে বাম-ডান মতাদর্শে ফেলা যাবে না। সব মতাদর্শের ভালো কিছু নিয়েই এই দল। আমাদের অবস্থান কেন্দ্রে।

৬৩ বছর বয়সী এই অভিনেতা বলেন, এই দল একদিনের কোনো কর্মসূচি নয়। আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

কমলের সমর্থকরা

এ সময় কমল হাসান নতুন দলটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, এই দলটি তাদের জন্য উপহার, যারা এত দিন ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন, বিশেষ করে কেজরিওয়াল।     

এরপর টুইটে কমল তার দলের লোগো উন্মোচন করেন। জনসভায় কমল হাসান বলেন, এই দলটি জনগণের। আর আমি কোনো নেতা নই। আমি শুধু তাদের অনুসারী, যারা ভালো কাজ করতে চায়। এটি বড় ধরনের উদাহরণ যে, আমরা কী করতে পারি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!