• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবাক পৃথিবী তাকিয়ে রয়...


ফেসবুক থেকে ডেস্ক জুন ৯, ২০১৭, ০৯:৫৫ পিএম
অবাক পৃথিবী তাকিয়ে রয়...

ঢাকা: টানা দ্বিতীয়বার যুক্তরাজ্যের পার্লামেন্টে ঢুকতে চলেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। একইভাবে জিতেছেন আরো দুই বাংলাদেশি নারী রুশনারা আলী ও রূপা হকও। দুই বছর আগে যেখানে এক হাজার ভোটে জিতেছিলেন টিউলিপ সিদ্দিক, এবার সেই ব্যবধান ১৫ হাজারে ঠেকেছে।

বৃহস্পতিবার (৯ জুন) অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এই তিন বঙ্গকন্যার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে Sheikh Hasina Wazed ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়ে উল্লেখ করা হয়েছে-

ব্রিটিশ পার্লামেন্ট তিন বাংলাদেশি কন্যার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে তিন বাংলাদেশি সন্তান টিউলিপ রেজওয়ানা সিদ্দীক টিউলিপ, রুশনারা আলী, ড. রুপা হক। সর্বোচ্চ দক্ষতা আর যোগ্যতার পরিচয় দিয়ে বিপুল জনসমর্থনে পুনরায় বিজয়ী হয়েছেন। তাদের প্রত্যেকের জন্য রইলো প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

রুপা, রুশনারা, টিউলিপ

বঙ্গবন্ধু নাতি প্রধানমন্ত্রীর আইটিসি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার Sajeeb Wazed Joy ফেসবুকে লিখেছেন-

“অভিনন্দন”
টিউলিপ সিদ্দিক এমপি। 
অবাক পৃথিবী তাকিয়ে রয়,
বঙ্গবন্ধুর রক্ত বুঝি এমনি হয়।
বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় বারের মত বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিক এমপি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!