• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করলো মা!


লক্ষ্মীপুর প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০১৭, ০৬:১২ পিএম
অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করলো মা!

লক্ষ্মীপুর: কথায় আছে ‘অভাব যখন দরজা দিয়ে আসে তখন দয়া-মায়া ভালবাসা পিছন দিয়ে পালায়’। তেমনি একটি ঘটনা ঘটেছে এক মায়ের ঘরে। গরীব ওই মা দুই সন্তান নিয়েই সংসার চালাতে পারছিলেন না। এমন সময় তাদের ঘরে আরও একটি নবজাতক আসে। মমতাময়ী মা অভাবের তাড়নায় নাড়ি ছেঁড়া ধনকে মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন!    

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর আঙ্গাপাড়া গ্রামে। বৃহস্পতিবার সকালের এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। নবজাতকের মা শাহানাজ বেগম ফতেহপুর গ্রামের অলি ছকিদার বাড়ির মৃত বাবুল হোসেনের মেয়ে এবং রাজশাহীর জুয়েল হোসেনের স্ত্রী।

জানা যায়, মাসের অন্তঃসত্তা শাহানাজ বেগম ৩ মাস পূর্বে দুই সন্তান নিয়ে পৌর আঙ্গারপাড়া গ্রামের আনোয়ার পটোয়ারীর বাসা ভাড়া নিয়ে উঠেন। বুধবার বিকেলে ওই বাসাতেই পুত্র সন্তান জন্ম হলে এলাকার কিছু লোক সন্তানটি ক্রয় করতে আসে। বৃহস্পতিবার সকালে ৬০ হাজার টাকা দিয়ে পৌর দেওয়ান বাড়ির প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী নুপুর বেগমের হাতে সন্তানটি নিয়ে যায়। 

মা শাহানাজ বেগম জানান, আমার স্বামী জুয়েল হোসেন একজন মাদকাসক্ত হওয়ায় ২ সন্তান নিয়ে সংসার চালাতে পারিনা। তাই সন্তানটি বিক্রি করেছি। স্বামীর আদেশেই সন্তানটি বিক্রি করেছেন বলে দাবি করেন শাহনাজ।

নবজাতকের পিতা জুয়েল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, দুই সন্তানসহ আমার স্ত্রী শাহানাজ বেগম তার পিতার বাড়িতে থাকে। আমি রাজশাহীর বাড়িতে থাকায় প্রতিমাসে স্ত্রী-সন্তানের খাওয়ার টাকা পাঠিয়ে দিচ্ছি। সন্তান বিক্রির বিষয়টি আমাকে সে কিছুই বলেনি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া বলেন, ‘থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে আমি কিছু জানি না। সন্তান বিক্রি বিষয়টি আমাকে থানার অফিসার কিংবা বাসার মালিক বা স্থানীয় এলাকাবাসী কেউ বলেনি।’

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!