• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিনব উপায়ে বিদ্যুৎ চুরি, গ্রেপ্তার ২


বরিশাল ব্যুরো ডিসেম্বর ১৪, ২০১৭, ০৬:৫২ পিএম
অভিনব উপায়ে বিদ্যুৎ চুরি, গ্রেপ্তার ২

বরিশাল : জেলা নগরীতে অভিনব উপায়ে বিদ্যুৎ চুরি করে অটোরিকশায় চার্জ দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুই সহোদরকে আটক করেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, ৬১টি চার্জারসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। বিদ্যুৎ বিভাগ দাবি করেছে, আটককৃতরা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের মূল তার থেকে সংযোগ নিয়ে মাটির নিচ থেকে পাইপের সাহায্যে তারের মাধ্যমে অটোরিকশায় চার্জ দিয়ে আসছিলেন। এ অভিযোগে আটককৃত মো. মিজানুর রহমান ও মো. শামীমকে ওপর প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেছে। পরে তাদের কোতয়ালী থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১ এর সহকারী প্রকৌশলী মো. সোয়েইব হোসেন বলেন, নগরীর রুপাতলীর উকিলবাড়ি সড়কের মাঝি বাড়ি মো. ইলিয়াস হোসেনের ছেলে মো. মিজানুর রহমান ও মো. শামীম দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক লাইনের সার্ভিস তার ট্যাপ করে অভিনব উপায়ে বিদ্যুৎ চুরি করে আসছিলেন। তারা বিদ্যুতের মূল তার থেকে সংযোগ নিয়ে (মাটির নিচ থেকে) বাড়িতে অটোরিকশায় চার্জ দিতেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে দেখা গেছে, মাটির নিচ থেকে পাইপের মাধ্যমে বিদ্যুতের তার নিয়ে অটোরিকশায় চার্জ দেয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকে তারা ৬১টি চার্জার ও তার উদ্ধার করেছেন। এ অভিযোগে ওই দুই ভাইর বিরুদ্ধে সাড়ে ৮ লাখ টাকার বিদ্যুৎ চুরির ক্ষতিপূরণ এনে বরিশাল বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করছেন। কোতয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন বলেন, আটক হওয়া দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!