• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভ্যুত্থানে অভিযুক্তদের মৃত্যুদন্ডের কথা ভাবছে তুরস্ক


আন্তর্জতিক ডেস্ক জুলাই ১৮, ২০১৬, ১২:০৬ পিএম
অভ্যুত্থানে অভিযুক্তদের মৃত্যুদন্ডের কথা ভাবছে তুরস্ক

সেনা অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় দেশটিতে মৃত্যুদন্ডের শাস্তি আবারো জারি করা হতে পারে তুরস্কে।

এ ঘটনায় নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে দেয়া ভাষণে এমন আভাস দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, যারা বিদ্রোহের চেষ্টা করেছে তাদের অবশ্যই কড়া মূল্য দিতে হবে।

ইস্তাবুলে এরদোয়ানের পক্ষে বিক্ষোভে বিদ্রোহের পরিকল্পনাকারীদের মৃত্যুদন্ডের দাবি জানানো জনতার উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সিদ্ধান্ত তৈরি হয় জনগণের মতামতের ভিত্তিতে। আর তাই বিরোধিদলের সাথে আলোচনার পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, ব্যর্থ অভ্যূত্থানের পর এ পর্যন্ত ৬ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও রয়েছেন। সমালোচকদের দাবি, এই সুযোগে বিরোধিদের সমূলে নির্মূল করবে বর্তমান সরকার। 

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!