• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
আরজু মুনের কবিতা

অমন বীজ তোমার অঢেল!


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক এপ্রিল ২৬, ২০১৭, ০৫:৫৪ পিএম
অমন বীজ তোমার অঢেল!

বৃক্ষ তোমার অঙ্কুরটা চেয়েছিলাম
আমি মাটি ধারণ ক্ষমতায় পূর্ণ
আমি অঙ্কুরোদগম ঘটাতাম
দুটি কুঁড়ি, দুটি পাতা,একটু সবুজ একটু ছায়া
তারপর পরিপূর্ণ রূপ
ছায়াতলে কোন বিকেলে আমরা
মন চাইতো কখন সে ঝড় ওঠবে!
ভুলে একটা বীজ আমার বুকে লুটোপুটি খাবে!!!
ঝড়োবাতাস --- সত্যি একদিন 
তোমার বীজ আমার ভূমিতে এলো
ভূমি আমার ধন্য হলো
কি দারুণ খুশি!!

সে আলো দেখবে
সে ছায়া দিবে, মায়া দিবে
ভালোবাসা দিবে ভূবন ভরে
অনঙ্কুরিত হওয়ার উন্মাদনায়
সে বিভোর-------
কি তাণ্ডব!! কি তাণ্ডব!!!
অহমে তোমার দারুণ তেজ
রোপিত হতে দিবে না
প্রলয়ঙ্করী ভূমিধস
অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে
টুকরো টুকরো হয়ে গেলো ‘সবুজ’
তোমার ভ্রুকুটিও হলো না!!

স্বাভাবিক চলাচল!!
শুনো!!  শুনো!!! শুনো!!!
আমার তল যে অপূর্ণ
ভূমি হাহাকার করছো
প্রাণটা প্রতিনিয়ত ডাকছে
এসো!! এসো!! এসো!!
আমায় রোপিত করো 
আমায় যেখানে ছায়া দিতে বলো দিবো 
ছড়াবো না!! শৃঙ্খলিত হবো!! 
কথা দিলাম--
আমায় উপরে ফেলো না!!
আমি ক্ষতিকারক নই-
শুধু রোপন করো---
তোমারি বীজ ---
তুমিই ধস ---
আমি নিরুপায়!!

আচ্ছা!! তুমিও তো কারো ভূমি থেকে 
উৎসারিত আলোকঝর্ণাধারা আলোকবর্ষী
তাহলে--
আমি আধাঁরে -- হাসছো বৃক্ষ---?
অমন বীজ তোমার অঢেল!
সব বীজ অঙ্কুরিত হয়??

আমার ধস তোমার আলোকছটা
তুমিও দণ্ডায়মান কোন ভূমির ছায়া!!
আমি মোহমায়া!!!

সব বীজ অঙ্কুরিত হয়??

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!