• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অমরত্বের পথে ফেদেরার


ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০১৭, ০৮:২২ পিএম
অমরত্বের পথে ফেদেরার

ঢাকা: ৫ বছর আগে সর্বশেষ উইম্বলডন শিরোপা জিতে ছিলেন। দীর্ঘ বিরতির পর রেকর্ড অষ্টমবারের মতো অল ইংল্যান্ড ক্লাব শিরোপা জয়ের দ্বাপ্রান্তে পৌঁছে গেছেন রজার ফেদেরার। এর মধ্যে দিয়ে আধুনিক যুগে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে পুরুষ টেনিসের শিরোপা জয়ের সুযোগ সৃস্টি হয়েছে এই সুইস তারকার। ১৯৭৫ সালে সবচেয়ে বেশি বয়সী হিসেবে উইম্বল্ডনের শিরোপা জয় করেছিলেন আর্থার অ্যাশ। এ সময় অবশ্য তার বয়স হছিল ৩২ বছর। যেটি বেশ সহজেই অতিক্রম করতে যাচ্ছেন চির সবুজ ফেদোরার।

ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস টেনিসে অনুপস্থিত থাকার পর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন তিনি। পর পর ইন্ডিয়ান, ওয়েলস ও মিয়িামি মাস্টার্স জয় করা ফেদারার বলেন, ‘ঘাষের মাঠের এই টুর্নামেন্ট শুরুর আগে আমার চেষ্টা ছিলো নিজেকে ভালো অবস্থায় রাখা। প্রথম তিন চার মাস ছিল আমার স্বপ্নকে বাস্তবতায় রূপ দেয়ার মিশন। আর এটি হচ্ছে আমার প্রত্যাশা পুরনের একটি অংশ। আপনারা দেখেছেন উইম্বল্ডনে আমি সঠিক অবস্থানেই ছিলাম। শেষ পর্যন্ত এখানে পৌঁছাতে পেরে আমি খুশি।’

রোববারের ম্যাচটি হবে টুর্নামেন্টে তার ১০২তম ম্যাচ এবং শীর্ষ টুর্নামেন্টের ২৯তম ফাইনাল। ফেদারার বলেন, ‘উম্বল্ডনে ইতিহাস গড়তে পারলে আমি সত্যিকার অর্থে খুবই খুশি হব। এটি একটি বড় চ্যালেঞ্জ। আমি এই টুর্নামেন্টকে ভালোবাসি।’

এদিকে ২৮ বছর বয়সি চিলিচে জন্য উইম্বল্ডন হচ্ছে চলতি বছরে তার সপ্তম ইভেন্ট। আসন্ন ফাইনালে সবার দৃষ্টি থাকবে ফেদারারের দিকেই। কারণ, সেন্টার কোর্টে তিনি যে কয়টি ম্যাচ খেলেছেন তার সবক’টিতেই জয়লাভ করেছেন। ফাইনালে তাকে হারানোটা তাই চিলিচের জন্য বেশ কঠিনই হবে।

এ পর্যন্ত ফেদেরার বিপক্ষে সাত বার মুখোমুখি হয়ে মাত্র একবার জয় পেয়েছেন চিলিচ। ২০১৪ সালের ইউএস ওপেনের জয় ফেদারারের বিপক্ষে তাকে অনুপ্রেরণা যোগাবে। ১১বারের প্রচেস্টায় প্রথমবার উইম্বল্ডনের ফাইনালে উঠেছেন চিলিচ।

চিলিস বলেন, ‘এটি রজার্সের হোম গ্রাউন্ড। এখানেই তিনি সবচেয়ে বেশী স্বস্তিবোধ করেন। আমি জানি তিনি সেরা খেলাটি এখানেই খেলে থাকেন। তবে সত্যিকার অর্থেই আমি ১২ মাস আগের দিকে তাকাব। যে ম্যাচে তার কাছে আমি মাত্র এক পয়েন্টের জন্য হেরেছিলাম। তবে এখনো আমাকে পাহাড় সমান উচ্চতা পাড়ি দিতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!