• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অর্থপাচারের ২১ অভিযোগের মুখোমুখি নাজিব


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৭:৫২ পিএম
অর্থপাচারের ২১ অভিযোগের মুখোমুখি নাজিব

ঢাকা : মালয়েশিয়ায় রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যাংক হিসাবে বিপুল অর্থ সরিয়ে নেয়ার ঘটনায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ২১টি অর্থপাচারের অভিযোগের মুখোমুখি হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে রাষ্ট্রীয় তহবিলের ৬৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়ার সঙ্গে যুক্ত থাকায় নাজিবের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে। খবর রয়টার্সের।

এসব অভিযোগের মধ্যে ৯টি পাচারকৃত অর্থ গ্রহণ, পাঁচটি ওই অবৈধ অর্থ ব্যবহার এবং সাতটি অভিযোগ ওই অর্থ অন্য জায়গায় সরিয়ে নেয়া সংক্রান্ত বলে এক বিবৃতিতে জানিয়েছেন মালয়েশিয়া পুলিশের উপমহাপরিদর্শক নূর রশিদ ইব্রাহিম।

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট রেবহাদ (ওয়ানএমডিবি) নামের রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থপাচারের সঙ্গে সম্পর্কিত দুর্নীতির জন্য বৃহস্পতিবার আদালতে হাজির করে নাজিবের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ানএমডিবি নিয়ে তদন্তে থাকা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ, এ তহবিল থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার নাজিবের অ্যাকাউন্টে সরিয়ে নেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!