• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রীর এভাবে বলা উচিত হয়নি: সিইসি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০১৮, ০৭:৫৮ পিএম
অর্থমন্ত্রীর এভাবে বলা উচিত হয়নি: সিইসি

ঢাকা: অর্থমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণা করে ভুল করেছেন। আমরা তাকে বলিনি। তার এভাবে বলা উচিত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে দুই দিনব্যাপী এফইএমবিওএসএ-ফেমবোসা সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথ বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত হয়নি।

সিইসি বলেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করিনি। মিডিয়ার সামনে বললাম, অর্থমন্ত্রী ভুল করেছেন। এটা তার কাজ নয়। এভাবে বলা তার ঠিক হয়নি।

আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

এর আগে বুধবার (৫ সেপ্টেম্বর) নিজ সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।

ভোটের তারিখ নির্বাচন কমিশন চূড়ান্ত করবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শুনেছি নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!