• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্ধেক বয়সী অনিকের মধ্যে কী পেলেন থাই নারী?


জেলা প্রতিনিধি মে ১৮, ২০১৭, ০৮:৩৬ পিএম
অর্ধেক বয়সী অনিকের মধ্যে কী পেলেন থাই নারী?

অনিক খান ও সুপুত্তো ওম

নওগাঁ: প্রিয় দেশ, ব্যাংকের চাকরি আর বাবা মাকে ছেড়ে নওগাঁর পল্লীতে উড়ে এসেছেন থাইল্যান্ডকন্যা সুপুত্তো ওম। এরপর নিজ ধর্ম ত্যাগ করে বিয়ে করে বসলেন প্রায় অর্ধেক বয়সী তরুণ অনিককে।

তাহলে আত্রাইয়ের মোবাইল ফোন মেরামতকারী অনিক খানের (২২) মধ্যে কী এমন পেলেন ব্যাংক কর্মকর্তা থাই নারী ওম (৩৬)? এমন প্রশ্ন এখন নওগাঁবাসীর মুখে মুখে।

শুধু অনিককে বিয়ের জন্য ধর্মান্তরিত ওম ওরফে সুফিয়ার ব্যাখ্যা হলো, ‘মানুষের জীবন একটা। জীবনের সঙ্গীও একটা হওয়া উচিত। যেটা আমার (থাইল্যান্ড) সমাজে নাই। আমি বিশ্বাস করি অনিক আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবে।’

অনিকের ভিনদেশি স্ত্রী আরো বললেন, ‘ফেসবুকে অনিকের সঙ্গে পরিচয়। ওর সরলতা আমাকে মুগ্ধ করেছে। ধীরে ধীরে ওর প্রতি আমার আস্থা জন্মেছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে শুধু আমার করে নেয়ার জন্য এ দেশে ছুটে এসেছি।’

তাহলে অনিক কী বলেন ফেসবুক প্রেমিকা থেকে ঘরের বউ হয়ে ওঠা ভিনদেশি নারী ওম সম্পর্কে? অনিক সরলভাবে বললেন, তিনি পড়ালেখা তেমন একটা করেননি। তবে ভাঙা ভাঙা ইংরেজি বলতে ও লিখতে পারেন। দোকানে বসে অলস সময় কাটাতে গিয়ে ফেসবুকে ওমের সঙ্গে পরিচয়। ও বাংলাদেশে চলে আসার পর ধর্ম ও রাষ্ট্রের আইনকানুন মেনে ওকে বিয়ে করেছি।’

বাংলাদেশি তরুণ ও যুবকদের প্রেমে পড়ে প্রিয় দেশ, বাবা-মা আত্মীয় ছেড়ে ভিনদেশি তরুণী ও নারীদের এদেশে ছুটে আসার ঘটনা এটাই নতুন নয়। এর আগেও ভৌগোলিক সীমানা অতিক্রম করে ফেসবুকে বাংলাদেশি তরুণদের প্রেমে পড়ে এদেশে ছুটে এসেছেন শত শত ভিনদেশি তরুণী। তারা ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণসহ নানা সংস্কার, ভেদাভেদ ভুলে হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে আসছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে।

গেল কয়েক মাসে ব্রাজিল, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অনেক তরুণী-নারী প্রেমের টানে উড়ে এসে বিয়ে করেছেন হবিগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ীর কয়েকজন তরুণকে। অনেকের বয়সের বিস্তর ব্যবধান থাকলেও তা বাধা হয়ে দাঁড়ায়নি।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!