• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অলিম্পিক টর্চ র‍্যালির শেষেই জাগুয়ারকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক জুন ২২, ২০১৬, ০১:৪৮ পিএম
অলিম্পিক টর্চ র‍্যালির শেষেই জাগুয়ারকে গুলি করে হত্যা

অলিম্পিক মশাল র‍্যালিতে ব্যবহৃত একটি জাগুয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ব্রাজিলের শহর মেন্যুসের একটি চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার ওই অনুষ্ঠান শেষেই জাগুয়ারটি পালিয়ে যায়। পালিয়ে এক সেনাকে আক্রমণ করে সেটি। চারবার ঘুমের ঔষধ প্রয়োগ করেও সেটিকে থামানো যায়নি। তাই একজন সেনা সদস্য সেটিকে গুলি করে।

বিবিসির খবরে বলা হয়, রিও গেমসের আয়োজকরা অলিম্পিক মশাল অনুষ্ঠানে জাগুয়ারটিকে এনে ভুল করেছে বলে জানিয়েছে। অলিম্পিক মশালের খুব কাছেই সেটিকে আটক করে রাখা হয়েছিল। প্রাণি অধিকার সংস্থাগুলো এই হত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা প্রশ্ন তুলেছে, অলিম্পিক ইভেন্টে কেন সেই প্রাণিটিকে রাখা হয়েছিল।

প্রাণি অধিকার সংস্থা পিইটিএ’র পরিচালক ব্রিটানি পেট এক বিবৃতিতে জানান, ‘আমরা আর কবে শিখবো? বন্য প্রাণিকে বন্দি করে রাখা, তাদের যেসব কাজে বাধ্য করা হয়, সেটা রীতিমত ভয়াবহ। মাঝেমাঝে খুব বেদনাদায়ক।’ আমাজন বন থেকে কুড়িয়ে পাওয়া জুমা নামের সেই জাগুয়ারটি একটি চিড়িয়াখানায় পালিত হয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!