• ঢাকা
  • শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অল্প সময়েই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন: আইনমন্ত্রী


আদালত প্রতিবেদক নভেম্বর ২৩, ২০১৭, ০২:৫২ পিএম
অল্প সময়েই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন: আইনমন্ত্রী

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। এ পদে নিয়োগ দিতে দেরি হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শপথ পড়াতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার পর এখনো এ পদে কাউকে নিয়োগ দেননি রাষ্ট্রপতি। তার আগেই আপিল বিভাগের বিচারপতি নিয়োগের কথা বলেন আইনমন্ত্রী।

নিয়ম অনুযায়ী হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। কিন্তু প্রধান বিচারপতি হিসেবে এখনো কেউ নিয়োগ পাননি। এমন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

আইনমন্ত্রী আরো বলেন, আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি খুব অল্প দিনের মধ্যেই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।

তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি ২/৩ দিনের মধ্যেই সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠাবে বলে আশা আইনমন্ত্রীর।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!