• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘অশ্বিন এই মূর্হুতে বোলিংয়ের ব্র্যাডম্যান’


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৩:৪৬ পিএম
‘অশ্বিন এই মূর্হুতে বোলিংয়ের ব্র্যাডম্যান’

ঢাকা: ২০১০ সালে ওয়ানডে দিয়ে ভারতীয় দলে অভিষেক। পরের বছরই সাদা পোশাকে অভিষেক ঘটে যায়। অফ-স্পিনার হরভজন সিংয়ের বদলে ধোনি যখন নিয়মিত এই তরুণ অফ-স্পিনারকে সুযোগ দিতে লাগলেন, তখন অনেকেই ভ্রু কুঁচকে ছিলেন। অথচ তিনিই এখন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। ক’দিন আগে যিনি সবচেয়ে দ্রুত বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট লাভ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। হাঁ তিনি ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। যাকে বর্তমান সময়ে ডন ব্র্যাডম্যান বলে অভিহিত করলেন অস্ট্রেলিয়ার সফল সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

অশ্বিনকে নিয়ে কথা বলার পাশাপাশি অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফর নিয়ে কথা বলেন ওয়াহ। তিনি বলেন, ‘ভারতের এই টেস্ট দল ভয়ংকর। তারা এখন সব কিছু করতে পারে। কোহলির দলে অশ্বিনের মত অসাধারণ স্পিনার আছে। অশ্বিন এই মূর্হুতে বোলিং-এর ব্র্যাডম্যান।’

আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে কেমন করবে অস্ট্রেলিয়া। এমন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টিভ ওয়াহ, ‘ভারতের এই টেস্ট দল ভয়ংকর। ভারতের কন্ডিশনে তাদের হারানো খুব কঠিন। কোহলির অধিনায়কত্ব ভারতকে ভয়ংকর দলে রুপ দিয়েছে। তাদের অধিনায়ক মনে করেন তার দলের খেলোয়াড়রা সব করতে পারে। কোহলির হাতে অশ্বিনের মত স্পিনার আছে। ওর সাম্রাজ্যে সবই সম্ভব। তাই ভারতের এই দল সব করতে পারে। তাদের বিপক্ষে ভালো ফল পাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য বেশি কঠিন হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে সাফল্য পাবে অস্ট্রেলিয়া। কিন্তু এই সফরটি অনেক কঠিনই হবে।’

এবারের ভারত সফর অস্ট্রেলিয়ার জন্য কেন কঠিন হবে তাও স্পষ্ট করেছেন ওয়াহ। তিনি বলেন, ‘ভারতের প্রধান অস্ত্র অশ্বিন। সর্বশেষ ২০ টেস্টের ৩৮ ইনিংসে ১৩৪ উইকেট নিয়েছে সে। অশ্বিন বর্তমান সময়ে বোলিংয়ের ব্র্যাডম্যান। ব্যাট হাতে ব্র্যাডম্যান যে রেকর্ড করেছিল অশ্বিন বল হাতে সেটা এখন করছে। ও এমন একজন স্পিনার, তাকে এড়িয়ে যাওয়াটা অনেক কঠিন। আর যদি অশ্বিনকে এড়িয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা, তবে আমাদের ভালো সুযোগ থাকছে সিরিজে।

অশ্বিনের পর কোহলিই অস্ট্রেলিয়ার বড় বাধাঁ হবে বলে মনে করেন ওয়াহ। কোহলিকে আটকাতে অনেক পরিকল্পনা কষতে হবে অসিদের বলে জানান ওয়াহ, ‘শুধুমাত্র অশ্বিনকে নিয়ে হোমওয়ার্ক করলেই চলবে না। কোহলিকে নিয়ে অনেক ভাবতে হবে অস্ট্রেলিয়ার। কোহলির জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে রাখতে হবে অসিদের। এক-দু’টি পরিকল্পনা নিয়ে খেলতে নামলে ভুল করবে স্মিথের দল। শুধুমাত্র ব্যাটিং দিয়েই নয়, অধিনায়কত্ব দিয়েও অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়ার ক্ষমতা রাখে কোহলি।’

অধিনায়ক হিসেবে টেস্টে অস্ট্রেলিয়াকে ৫৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়াহ। দলকে ৪১ ম্যাচে জয়ের স্বাদ দিয়েছেন তিনি। আর ৯ ম্যাচে হার ও ৭ ম্যাচ ড্র হয়। তবে ভারতের মাটিতে মাত্র একবারই নেতৃত্ব দেয়ার সুযোগ ঘটে ওয়াহ’র। ২০০১ সালে তিন ম্যাচের ঐ সিরিজটি ২-১ ব্যবধানে হারে ওয়াহ’র অস্ট্রেলিয়া।

পুনেতে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ৪ মার্চ থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় ও শেষ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ ও ২৫ মার্চ। সিরিজের শেষ দুই টেস্টের ভেন্যু রাঁচি ও ধর্মশালা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!