• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসভ্যতা করলে বিমানে উঠা যাবে না


আন্তর্জাতিক ডেস্ক মে ৬, ২০১৭, ০২:১২ পিএম
অসভ্যতা করলে বিমানে উঠা যাবে না

ঢাকা : ভারতের কোনো বিমানযাত্রী অসভ্যতা করলে শাস্তির বিধান রাখছে দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ। অভদ্রতা অথবা অসভ্যতা বা মারামারি করলে কোন যাত্রীকে কতদিন বিমানে চড়তে দেওয়া হবে না, সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে ওই বিধানে। প্রস্তাবিত এই শাস্তির বিধানটি শুক্রবার প্রকাশ করা হয়েছে। 

দেশটির বিমান পরিবহন সচিব আরএন চৌবে জানান, নতুন প্রস্তাব অনুযায়ী খারাপ আচরণকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথমটিতে থাকবে কটূক্তি বা খারাপ অঙ্গভঙ্গি, মদ্যপ অবস্থায় বিমানে ওঠা। এ অপরাধ করলে তিনমাসের জন্য কোনো বিমানে উঠতে দেয়া হবে না। দ্বিতীয় শ্রেণির অপরাধের মধ্যে আছে যৌন হেনস্থা, শারীরিক আঘাত করা ইত্যাদি। এর জন্য ছমাস বিমানে উঠা নিষিদ্ধ।

আর তৃতীয় শ্রেণিভুক্ত আচরণের মধ্যে আছে জীবনহানির আশঙ্কা রয়েছে এরকম কোনো কাজ, হত্যার চেষ্টা বা বিমানের ক্ষতিসাধন, ককপিটে প্রবেশের চেষ্টা প্রভৃতি। এই পর্যায়ের অপরাধের জন্য ন্যূনতম দুই বছর বিমানে চড়তে দেওয়া হবে না।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!