• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অসুস্থ মেয়েকে মাথায় নিয়ে নদী পার করলেন বাবা!


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০১৬, ০৫:১৫ পিএম
অসুস্থ মেয়েকে মাথায় নিয়ে নদী পার করলেন বাবা!

শহরে আসার রাস্তা নেই, নেই দ্রুত যান চলাচলের ব্যবস্থা৷ অসুস্থ মেয়েকে মাথায় নিয়েই তাই নদী পেরিয়ে হাসপাতালে পৌঁছালেন বাবা৷ সেই ছবি এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল৷ ছোট্ট কৃষ্ণর প্রাণ বাঁচাতে এই ভাবেই তো যমুনা পার হয়েছিলেন বসুদেব! সেই একই ছবি যেন ধরা পড়ল অন্ধ্রপ্রদেশে৷

মাওবাদী অধ্যুষিত আদিবাসী গ্রাম কুদুমসারিতে পাকা রাস্তা নেই৷ এমনকী, ভারি বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের অন্যান্য এলাকার মতোই ভেসে গেছে গ্রাম৷ শহরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন৷ এই পরিস্থিতিতে সতীবাবুর সদ্যোজাত অসুস্থ শিশুকে নিয়ে  প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর একমাত্র উপায় ছিল ওই নদী পেরনো৷ শহরে যাওয়ার সব চেষ্টা বিফলে যাওয়ায় অসুস্থ সন্তানকে মাথায় নিয়ে নদী পেরিয়ে, আরও পাঁচ কিলোমিটার হেঁটে তিনি ওই চিকিৎসাকেন্দ্রে পৌঁছান৷ গ্রামবাসীদের নিষেধ উপেক্ষা করে সন্তানকে প্রাণে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সতীবাবু৷ প্রতিবেশীর বিপদে অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন আরও কয়েকজন আদিবাসী৷

যদিও, এই ঘটনার পর কুদুমসারি গ্রামের অনেকের মুখেই এখন প্রশ্ন সতীবাবু যা করলেন, সবাই কি তা করতে পারেন? তাই শহরের থেকে দূরে এই গ্রামের মানুষগুলো শুধু দাবি করছেন, শহরের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা গড়ে উঠুক এই আদিবাসী গ্রামগুলোতে। সূত্র: সংবাদ প্রতিদিন

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!